Monday, April 1, 2013

নাস্তিক, ধর্ম নিয়ে বিদ্রুপকারীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত?

এখানে একটা মত দেয়া হয়েছে- কেউ এর সাথে দ্বিমত করতে পারেন, দেখুন প্লীজ:

বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) - এর জরিপ অনুযায়ী বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে আত্মহত্যার হার : সবচেয়ে কম মুসলিমের এবং সবচেয়ে বেশী নাস্তিকের





আজকের রংধনুধারী সমকামীদের এক সময়ের দাবি ছিল নারী-পুরুষ অবাধে মেলামেশার মাধ্যমে পশুদের মতো হওয়ার। এরপর তারা দাবি তুললো পশুদেরকেও হার মানাবার- অর্থাৎ সমকাতিমার। একদিন হয়তো দাবি উঠবে পশুকামিতার। কিন্তু এতোসবের মূল উদ্দেশ্য তো শান্তি!! সেই শান্তি আসলে কিসে? প্রবৃত্তির দাসত্বে নাকি অন্য কোনো পথে?



আত্মহত্যার উপর পরিচালিত বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) এর দুজন বিশেষজ্ঞ ড. মানুয়েল ও আলেকজান্দ্রার এক গবেষণায় উঠে এসেছে নিন্মের চিত্র। এতে স্পষ্ট প্রমাণিত হয়- মানসিক অশান্তি ও তার চূড়ান্ত পরিণতি- আত্মহত্যার সাথে ধর্মবিশ্বাসের সম্পর্ক সুগভীর। যারা বাঁধভাঙ্গা স্বাধীনতা ভোগের নামে যা খুশি করতে চান বা করেন, তারা আসলে কতোটা সুখী? সেই প্রশ্নের উত্তর রয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থার এই জরিপে। নির্লজ্জতা আর নোংরামীতে পশুদেরকেও হার মানানো নাস্তিকদের রংধনু খেলার বিপরীতে আমিও এই রংধনু জরিপটি দিলাম। আল্লাহ সব ধরণের মানসিক রোগীদের সুস্থ করুন। এরা নিজেদের ধ্বংস তো করছেই, এখনি থামানো না গেলে গোটা মানব সভ্যতাকেও ধ্বংস করে ছাড়বে এরা।


বি:দ্র: বিশ্ব স্বাস্থ সংস্থার বরাতে এই জরিপটি উল্লেখিত হয়েছে ড. সাররার আল য়ামী ও ড. আবদুল্লাহ সালিম বাহুমাম কতৃত রচিত With Allah নামক বইয়ে। যার অনুবাদ করার সৌভাগ্য হয়েছিল আমার। বিশ্ব স্বাস্থ সংস্থার রিপোর্টটি দেখুন এখানে https://www.iasp.info/pdf/papers/Bertolote.pdf আরো তথ্য কমেন্টে।































Please browse this the link of the original who survey: https://www.iasp.info/pdf/papers/Bertolote.pdf